Monday, January 20, 2014

Reviews About Walton Primo GF

Leave a Comment
মাত্র কয়েকটি দিন হলো ওয়ালটন তাদের নতুন একটি এন্ডোয়েড ডিভাইসের নাম প্রকাশ করেছিলো  Walton Primo GF. যদিও নামটি শুনতে অনেকটা মজার .কিন্তু এই মজার নামটির কারনেই খুব অল্প সময়ে তাদের এই ছোট্ট ডিভাইসটির জনপ্রিয়তা বেড়ে গিয়েছে. অবশেষে গত শুক্রবার তাদের  Primo GF  ডিভাইসটি রিলিজ হয়.এবং রিলিজ হওয়ার পরই আগ্রহী ক্রেতারা লুফে নেয় তাদের অতি পছন্দের  GF ( Girlfriend ) :-P ডিভাইসটি.
Price-8690 Tk


IMG_20140119_144236_1.jpgIMG_20140119_144048_1.jpg
এবার আসুন দেখা যাক কি আছে ওয়ালটনের এই ডিজিটাল  GF (Girlfriend) :-P  ডিভাইসটিতে .


এক নজরে Walton Primo GF
Network: 2G & 3G (UMTS-900/2100MHz+GSM-850/
1900MHz)(GPRS/EDGE/3G/HSDPA/HSPA+)
সিপিইউ: 1.3 গিগাহার্জ কোয়াড কোর(MTK)
প্রসেসর:( ARMv7 processor.rev 3 v7l.NEON)
জিপিইউ: Mali 400
ডিসপ্লে: 4.3” ইঞ্চি WVGA(16.7 million colors) ক্যাপাসিটিভ টাচস্ক্রিন
রেজলুশন:(480×800),240 পিপিআই 240 পিক্সেল ডেনসিটি
র্যাম: 512 মেগাবাইট (446শো 149 এমবি ইউজার অ্যাভেইল্যাবল)
স্টোরেজ: ইন্টারনাল রম 4 জিবি(1জিবি ইউজার অ্যাভেইল্যাবল+1.2 জিবি ডাটা রাখার জন্য), ৩২ গিগাবাইট পর্যন্ত মাইক্রোএসডি কার্ড ব্যবহারের সুবিধা
ক্যামেরা: 5 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা,ও VGA ফ্রন্ট ক্যামেরা(0.3)
ফ্লাস : Support
ব্যাটারী: 1700 mAh (লিথিয়াম আয়ন)
অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড 4.2.2 (জেলীবিন)
Service: Wi-Fi 802.11 b/g/n, WLAN, Hotspot, MMS, Wireless display, Bluetooth v4, Micro USB V2
Application: Phone Accelerate,Power Manager,App Manager,Walton Flash Light,Facebook, Kingsoft Office, Adobe Reader,Skype.Chrome.Viber
Screenshot_2014-01-19-21-00-26 Screenshot_2014-01-19-20-59-21


কোয়ালিটি  ডিজাইন
Walton Primo GF ডিভাইসটি দেখতে যেমন আকর্ষণীয় .এর বিল্ড কোয়ালিটিও ততটা মজমুত করা হয়েছে. Primo GF এর দুটি কালার মার্কেটে রয়েছে. সাদা ও কালো. সাদা কালারটি গ্লোজি ও কালো কালারটি হালকা ম্যাট টাইপ করা হয়েছে. তবে সাদা কালারের ফোনটির সঙ্গে আরও একটি আকর্ষণীয় সাদার মধ্য উপরিভাগে ব্লু সেট দেয়া ব্যাক পাট ফ্রি দেয়া হচ্ছে. ডিসপ্লের উপরিভাগে রয়েছে টিউনার ইস্পিকার. পাশেই প্রক্সিমিটি ও লাইট সেন্সর এবং ফ্রন্ট ক্যামেরা দেয়া রয়েছে. বডির উপরের অংশে রয়েছে 3.5mm অডিও জ্যাক এবং ডানপাশে রয়েছে ভলিউম রকার কি ও লক/পাওয়ার বাটন.নিচের অংশে রয়েছে মাইক্রো ইউএসবি পোট.এর পিছনের সাইটের উপরিভাগে রয়েছে রেয়ার ক্যামেরা ও পাশেই ফ্লাস লাইট.এবং নিচের অংশে রয়েছে লাউড ইস্পিকার গ্রিল. ফোনটির দৈর্ঘ্য ও প্রস্থ 129.3×68  মিলিমিটার, এবং পুরুত্ব 11.1 মিলিমিটার।
IMG_20140119_142927_1.jpgIMG_20140119_143815_1.jpg
IMG_20140119_142940_1.jpgIMG_20140119_143804_1.jpg
IMG_20140119_144323_1.jpgIMG_20140119_143103_1.jpg


ডিসপ্লে  টাচ রেসপন্স
IMG_20140119_143158_1.jpgIMG_20140119_143144_1.jpg
Walton Primo GF ফোনটিতে 4.3 inch WVGA 480×800 (Supports 16.7 million colors) রেজুলেশনের ক্যপাসিটিভ টাচ এর ডিসপ্লে ব্যাবহারিত হয়েছে. এর টাচ রেসপন্স যতেষ্ট ভালো করেছে দেখা গেলো.তবে Stock ইউজার ইন্টরফেস টিতে কিছুটা ল্যাগিং এর অসুবিধা আছে.সে ক্ষেত্রে অন্য. লউঞ্চার ইউজ করলে এই সমস্যা থাকবেনা বলে ধারণা করা হচ্ছে. তবে গেমিং এর ক্ষেত্রে টাচে বা ল্যাগিং এর কোনো সমস্যা চোখে পরেনি.এতে বতর্মানের আকর্শনীয় Asphalt 8.NFS Most Wanted. Iron man 3.GTA. এইসব বড় ধরনের গেমস খেলতে পারবেন.
ইউজার ইন্টারফেস
Walton Primo GF এ ইউজার ইন্টারফেস হিসেবে জেলীবিন এর ইন্টারফেস ব্যাবহারিত হয়েছে. এবং চারটি থিম দেয়া রয়েছে. ফোন প্রথমবার অন করার পর হোমস্ক্রিনের উপরে পাবেন একটি স্টিকি সার্চ উইজেট .ডিফল্ট লঞ্চারটিতে আপনি 5 টি হোমপেজ ব্যবহার করতে পারবেন। অ্যাপ ড্রয়ারে অ্যাপ্লিকেশনগুলো 4×4 গ্রিডে সজ্জিত.এবং সঙ্গে Widgets এর মজা তো নিতে পারবেনই.
Screenshot_2010-01-01-08-18-15Screenshot_2010-01-01-08-20-41
Screenshot_2010-01-01-08-19-17Screenshot_2010-01-01-08-20-22



ক্যামেরা
Walton Primo GF এর মূল বা রিয়ার ক্যামেরা হিসেবে দেয়া রয়েছে 4x জুম সমৃদ্ধ 5 মেগাপিক্সেল ক্যামেরা,কিন্তু সফটওয়্যারলি এতে 8 MP এর খমতা দেয়া আছে. যা দড়া আপনি HD(1280X720)ভিডিও রেকর্ডিং(LED ফোকাস সহ)এর সুবিধা পাচ্ছেন. এবং সঙ্গে এক্সটা সুবিধা হিসেবে এতে পাবেন HDR,Auto Focus,Face Decection,Continuous Shot,Touch Short,Smile Short,Panorama Shot,Eraser,Best face,Face beauty,Best Shot, ক্যপচারিং এর সুবিধা. ফ্রন্ট ক্যামেরা হিসেবে রয়েছে 0.3 VGA যা দারা আপনি ডিরেক্ট ভিডিও কলিং (3G-3G)ও থার্ড পারটি ভিডিও কলিং(Skype/Fring/Yahoo) এর সুবিধা পাচ্ছেন.
Camera Video Sample : http://www.mediafire.com/watch/2lqeo9baetwjn6i/VID_20140119_204146.3gp
IMG_20100101_060155IMG_20100101_060257
IMG_20140119_204639IMG_20140119_204845

 

 

অডিও-ভিডিও

সংগীত প্রেমি দের জন্য কম মুল্যের বাজেটের মধ্য Walton Primo GF একটি অসাধারণ মিউজিক ডিভাইস.এর সাউন্ড কোয়ালিটি আসলেই মুগ্ধ করার মত যদিও ফোনটির সঙ্গে ফ্রি থাকা হেডফোন টি তেমন শক্তিশালি নয় তবে সে ক্ষেত্রে আপনি বাইরে থেকে অন্য কোনো ব্রান্ডের উন্নত মানের হেডফোন ইউজ করতে পারেন. এবং এটার আউট ইসপিকার এর সাউন্ড কোয়ালিটি মোটামুটি জোরালো. অডিও চালানোর জন্য থাকছে Stock Audio Player ও Full HD (1920×1080) ভিডিও প্লে করতে Stock (Floating) ভিডিও প্লেয়ার . Floating ভিডিও প্লেয়ার এর সুবিধা হচ্ছে. আপনি ভিডিও গান চালানো অবস্থায় যেকোন ফোল্ডার বা নেট ব্রাউজ ও অনন্য কাজ করতে পারবেন.এর পিকচার রেজুলেশন ও অডিও ও ভিডিও সিস্টেম আমার কাছে অসাধারণ লেগেছে. Radio: Support with recorder
   Screenshot_2010-01-01-08-28-30Screenshot_2010-01-01-08-29-55
Screenshot_2010-01-01-08-31-25Screenshot_2014-01-19-20-35-09
  
 

বেঞ্চমার্ক  নিনা মার্ক
একটি ডিভাইসের প্রকৃত ক্ষমতা যাচাই করতেই মূলত বেঞ্চমার্ক করা হয়ে থাকে। Walton Primo GF এর সিপিউ ও জিপিইউ এর
ক্ষমতা অনুযায়ী এটি  ভালো মানের বেঞ্চমার্ক স্কোর করতে পেরেছে।
নোট: আপনি যদি ক্লাস টেন মেমোরি কার্ড সহ বেঞ্চমার্ক টেস্ট দিন তাহলে স্কোর আরও বাড়বে.
বেঞ্চমার্ক স্কোর:17309
NenaMark Report : স্কোর:62.8fps
নিনা মার্ক রিপোর্টে Primo GF এর অবস্থান রয়েছে Samsung Galaxy SII এর উপরে
Screenshot_2014-01-19-20-54-55Screenshot_2014-01-19-20-54-38
Screenshot_2014-01-19-20-56-45Screenshot_2014-01-19-20-57-58



ব্যাটারি ব্যাকআপ
Walton Primo GF ফোনটিতে ব্যাটারি হিসেবে দেয়া হয়েছে 1700 mAh ক্যাপাসিটি যুক্ত শক্তিশালী লিথিয়াম আয়ন ব্যাটারি। এন্ডোয়েড এর সচরাচর নিয়ম অনুযায়ী Primo GF ডিভাইসটিতে নরমাল ইউজেস এ দুইদিন. ও রাফ ইউজেস এ একদিন চাজ থাকবে.
IMG_20140119_143423_1.jpg
 

কানেক্টিভিটিসেন্সর  অন্যান্য
Walton Primo GF ফোনটিতে বাজারের অন্যান্য ফোন গুলোর মত কানেক্টিভিটি সুবিধা বিদ্যমান। এতে 2G,3G.ওয়াইফাই,ব্লুটুথ ভার্সন ফোর ও রয়েছে ইউএসবি কানেক্টিভিটির জন্য রয়েছে মাইক্রোইউএসবি ২.০ পোর্টও। হেডফোন কানেক্ট করার জন্য এতে রয়েছে প্রচলিত ৩.৫ মি.মি হেডফোন জ্যাক। এবং Wireless Display শেয়ারিং সিস্টেম. Wireless Display শেয়ারিং এর সুবিধা হচ্ছে এর মাধ্যমে আপনি আপনার স্মার্ট টিভির সঙ্গে আপনার এই ডিভাইসটির ডিসপ্লে শেয়ার করতে পারবেন.মানে মোবাইলের করা কাজ গুলো বড় পর্দায় দেখতে পারবেন. তবে স্মার্ট টিভি ছাড়াও আপনার LCD/LED থাকলে. এতে ওয়াইফাই রিসিভার /Miracast  নামে একটি ছোট্ট ডিভাইস আইটি মার্কেট থেকে কিনে আপনার LCD/LED সঙ্গে কানেক্ট করলে. ওই ডিভাইসটির মাধ্যমে Wireless Display শেয়ারিং এর সুবিধা উপভোগ করতে পারবেন. এছাড়া অ্যান্ড্রয়েডের জরুরী কিছু সেন্সর,যেমন: Accelerometer 3D, Motion,Orientation. Light .Proximity. Magnetic Field (Compass) .GPS module. Rotation Vector, Sound , সেন্সর এই ফোনটিতে বিদ্যমান।
Screenshot_2014-01-19-20-50-32Screenshot_2014-01-19-21-00-26
1253497_bk_1160-100045904-large 623709390_866



 

ওয়ারেন্টি  সেবা
Walton Primo GF এই মোবাইলে রয়েছে এক বছরের বিনামূল্যে সার্ভিস ও পার্স ওয়ারেন্টি. সুধু মাত্র আপনার নিজের তৈরি ফিজিক্যাল ড্যমেজ ছারা সব ধরনের সমস্যায় এক বছর পর্যন্ত আপনি ফ্রি সেবা পাবেন. এবং সারা বাংলাদেশ জুরে রয়েছে ওয়ালটনের অসংখ্য সার্ভিস সেন্টার.
1-year-warranty-14165444


IN-THE-BOX
in-the-box
 

সর্বশেষ
বতর্মানে স্মার্টফোন এর বাজারে আমাদের দেশীও ব্রান্ড ওয়ালটনের আনা নতুন এই ডিভাইসটি বেশ আলোচিত. তাই আজ এর কার্জ খমতা সম্পরকে আপনাদের কিছু ধারার দিলাম. আপনারা চাইলে ওয়ালটনের বিভিন্ন শোরুম বা আউটলেট গুলোতে একবার ঘুড়ে আসতে পারেন. ওখানে নিজেই দেখে আসুন আপনাদের অতি প্রত্তাশিত Girlfriend ( Primo GF ) দেখতে ও এর আচার আচরণ কেমন হবে.যদি পছন্দ হয়ে যায় বলা তো যায়না.

0 comments:

Post a Comment